Uncategorized

Radiant Fish World Aquarium Cox’s Bazar

ঘুরে বেড়াচ্ছে বড় বড় ক্যাট ফিশ। দেখা মিলবে সামুদ্রিক কোরাল মাছের খুনসুটি। সমুদ্রতলের আশ্চর্য জগৎ দেখতে কক্সবাজারে পর্যটকরা ভিড় করছেন ফিশ অ্যাকুরিয়ামে । বঙ্গোপসাগরের সামুদ্রিক জীব বৈচিত্র অবারিত সম্পদ ও শক্তির উৎস বাংলাদেশকে করে তুলেছে অপার সম্ভাবনার এক দেশ। শুধুমাত্র সমুদ্রের উপরিভাগের দৃশ্য দেখে মুগ্ধ হওয়ার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সমুদ্রের গভীরের অদেখা জগৎ ও সামুদ্রিক জীব বৈচিত্র সম্পর্কে জানতে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড পর্যটনের এক নতুন ধারা সৃষ্টি করেছে ।  ইকোট্যুরিজম বান্ধব নির্মল বিনোদনের পাশাপাশি সমুদ্র শিক্ষার এক দারুণ সুযোগ রয়েছে। এখানে রয়েছে প্রায় দুই শতাধিক প্রজাতির জীবন্ত সামুদ্রিক প্রাণীর সমাহার। এর মধ্যে আছে হরেক রকমের অক্টোপাস শামুক হাঙ্গর কাঁকড়া চিংড়ি জেলিফিশ সহ সমাজের জানা-অজানা অনেক আকর্ষণীয় মৎস্য । প্রতিদিন যোগ হচ্ছে সাধন লোনা পানির নতুন নতুন বিচিত্র প্রজাতির মাছ ও নয়নাভিরাম সৌন্দর্যের ছোঁয়া পর্যটন নগরী কক্সবাজারের প্রাণকেন্দ্রে উপস্থিতি একুরিয়াম টি প্রতিষ্ঠালগ্ন থেকে ভ্রমণপিপাসু সমুদ্র প্রেমের শিক্ষার্থী ও সাধারণ পর্যটকদের ব্যাপক আগ্রহের পরিণত হয়েছে।

Radiant Fish World Cox’Bazar সাগর তলের রহস্য।

বাংলাদেশে এই প্রথম বিশ্বমানের সী এ্যাকুরিয়াম এখন কক্সবাজারে,

ভ্রমন পিপাসুদের জন্য এক নতুন ভ্রমনের স্থান, চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে ।

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *